যশোরে চলন্ত ট্রেনে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় একটি মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৯ অক্টোবর ভোরে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনে। চলন্ত ট্রেনের বগিতে পুলিশ না থাকার সুযোগে ২–৩ জন ছিনতাইকারী যাত্রী বেশে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলাটি করেছেন ভুক্তভোগী নারীর ছেলে জয় চন্দ্র দাস। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিলিমপুর গ্রামের বাসিন্দা।
এজাহারে জয় চন্দ্র দাস উল্লেখ করেছেন, তিনি তার মা রেখা রানী দাসকে নিয়ে টাঙ্গাইল থেকে খুলনা যাচ্ছিলেন চিত্রা এক্সপ্রেস ট্রেনে। ট্রেনটি ২৯ অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছায়। সকাল ৪টা ৪৫ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে গতি ধীর থাকায় যাত্রী বেশে থাকা দুই-তিনজন ছিনতাইকারী তার মায়ের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে দৌড়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া ব্যাগে ৩২ হাজার টাকা ও কিছু প্রয়োজনীয় ওষুধ ছিল বলে জানা গেছে। ঘটনার সময় ট্রেনের ওই বগিতে কোনো নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন না। খুলনায় পৌঁছে জয় চন্দ্র দাস ঘটনাটি জিআরপি পুলিশকে জানিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। পরদিন অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে খুলনা জিআরপি থানা।





