যশোরে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক তরুণীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে যশোর কোতোয়ালি থানার শংকরপুর চোপদারপাড়া এলাকায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর জেলার অভয়নগর উপজেলার পোতপাড়া ভুগিলহাট এলাকার খানজাহান আলীর মেয়ে সোনিয়া আক্তার দিয়া (২৩) কে অভিযুক্তরা নিজেদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। অভিযোগ অনুযায়ী, তারা পূর্বের প্রেমের সম্পর্কের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দিয়াকে বাড়িতে ডেকে আনে। পরে সেখানে তাকে চড়-থাপ্পর মেরে আহত করা হয়।
অভিযুক্তরা হলেন— শেখ এহসান আহমেদ ফয়সাল (২৫), শেখ শামীম আহমেদ মানুয়া (৬০) এবং মনোয়ারা বেগম (৪৫)। তারা তিনজনই শংকরপুর চোপদারপাড়া এলাকার বাসিন্দা।
মারধরের পর আহত অবস্থায় সোনিয়া আক্তার দিয়াকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
এ বিষয়ে কোতোয়ালি থানার এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





