Sunday, November 2, 2025

শার্শার বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে সংবর্ধনা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি আলহাজ মোনায়েম হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির আহ্বায়ক খাইরুল আলম বলেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরও জোরদার হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দল অগ্রণী ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে অতিথিদের মিষ্টিমুখ করানো হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর