যশোরের ঝিকরগাছায় ফিড তৈরির কাঁচামাল সরবরাহের নামে প্রায় ২১ লাখ টাকা প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— বগুড়া জেলার আদমদিঘী উপজেলার কাশিমিলা গ্রামের মৃত ইসরাইল মল্লিকের ছেলে মো. শামীম মল্লিক (৩৮), বর্তমানে নওগাঁ সদরের ফিশারিজ গেট এলাকায় মতিউর রহমানের বাড়ির ভাড়াটিয়া, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের সেনাউল হকের ছেলে মো. রায়হান আলী জিসান (২০)।
পুলিশ জানায়, বাদী তার প্রতিষ্ঠানের মাধ্যমে মাছ ও পোল্ট্রি ফিড তৈরির ব্যবসা করতেন। গত ১০ অক্টোবর প্রতারকরা ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে স্বল্পমূল্যে কাঁচামাল বিক্রির প্রস্তাব দেয়। নিজেদের প্রতিষ্ঠান ‘তাহমিদ এন্টারপ্রাইজ’-এর ভিজিটিং কার্ড পাঠিয়ে তারা বাদীকে বিশ্বাস করায়।
পরে বাদী ১৫৭ টন কাঁচামাল কেনার চুক্তি করেন এবং অগ্রিম ২০ লাখ ৯৬ হাজার টাকা ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং একাউন্টে পাঠান। কিন্তু টাকা পাওয়ার পর আসামিরা চালান পাঠালেও কোনো মালামাল সরবরাহ করেনি। বরং ফোনে তালবাহানা ও হুমকি দিতে থাকে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ নওগাঁ সদর ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, চেকবই ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আসামিরা টাকা গ্রহণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা রুজু হয়েছে।
পুলিশ বলছে, আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং বিভিন্ন জেলায় একই কায়দায় প্রতারণা করে আসছে। তাদের বিরুদ্ধে বগুড়া, দিনাজপুর ও কুষ্টিয়াতেও একাধিক মামলা রয়েছে।
মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।





