Sunday, November 2, 2025

যশোরে ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলার অভিযোগ

যশোর শহরের কারবালা এলাকায় এক ডেভেলপার ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। গত ৩০ ও ৩১ অক্টোবর রাতে দফায় দফায় এ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। শুধু তাই নয়, ওই ব্যবসায়ীকে নিয়মিতভাবে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ এনে ডেভেলপার ব্যবসায়ী এস. এম. রফিকুল ইসলাম হীরক কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি দাবি করেছেন, তাকে ও তার মাকে হত্যার উদ্দেশ্যে এই বোমা হামলা চালানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, শহরের কারবালা রোডে পানি উন্নয়ন বোর্ডের সামনে হীরকের নিজস্ব অর্থায়নে নির্মিত আটতলা একটি ভবন রয়েছে। গত ৪ মে তাসলিমা হাসান, তার ছেলে মেহরাব হাসান, ফেন্সি হাসান, তার ছেলে জিসান হাসান এবং সদর উপজেলার নারাঙ্গালি গ্রামের আনোয়ার গাজী ও তুষার গাজী মিলে ওই ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

পরে ১৫ সেপ্টেম্বর তারা ওই ফ্ল্যাটের তালা ভেঙে দখল করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভবন নির্মাণের প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে যায় এবং দেড় লাখ টাকার মালামাল ভাঙচুর করে। এরপর থেকেই ওই ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ ৩০ ও ৩১ অক্টোবর রাতে দফায় দফায় তার ভবনের নিচতলায় বোমা নিক্ষেপ করা হয়। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ী হীরক প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর