Saturday, December 6, 2025

বসুন্দিয়ায় প্রতিবন্ধীর গাছ কেটে বিক্রি,থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ‎যশোর সদর উপজেলার, বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে, শারীরিক প্রতিবন্ধী গোলাম মোস্তফার মালিকানাধীন জমি থেকে, অবৈধ প্রভাব খাটিয়ে দুটি কাঁঠাল গাছ কেটে বিক্রি করে দিয়েছেন, একই গ্রামের আঃ জব্বার মোল্লার ছেলে আঃ সাত্তার ও তার সঙ্গীরা।

গাছ দুটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এই ঘটনায় বাদী হয়ে জমির মালিক, প্রতিবন্ধী গোলাম মোস্তফা বাদী হয়ে কোতোয়ালি থানায় (৬ জুলাই) রবিবার অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয় ,জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফা’র মালিকানাধীন জগন্নাথপুর মৌজার ১৮২ নং খতিয়ানের ২৯৪ নং দাগের ১৩ শতাংশ জমি থেকে, ৫ জুলাই আনুমানিক সকাল ৯ টায়, ২ টি বড় কাঁঠাল গাছ কাউকে না জানিয়ে অবৈধভাবে কেটে বিক্রি করেন বিবাদীরা।

অভিযুক্তরা হলেন আব্দুল সাত্তার , হাশেম, হাসান, এরশাদ, কাদের, সাদ্দাম সর্বপিতা আব্দুল জব্বার মোল্লা। গাছ কেটে কেনো নেওয়া হলো এ ব্যাপারে ‎গাছের মালিক গোলাম মোস্তফা জানতে চাইলে, গোলাম মোস্তফা ও শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ মোল্লাকে দেশীয় অস্ত্র রামদা লাঠি নিয়ে হত্যার হুমকি দেয় অভিযুক্তরা এবং বলে গাছ কাটার ব্যাপারে কোথাও অভিযোগ করলে তাদেরকে হত্যা করবে। এমতাবস্থায় অসহায় ও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নিরাপত্তাহীনভাবে সময় অতিবাহিত করছে । নিজেদের পরিবার ও সকলের নিরাপত্তার কথা ভেবে, যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জমা দেন, এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে আইনগত সহায়তা চেয়েছেন।

এঘটনায় বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ,এসআই ফজলু বলেন, আমি এখনো কোনো অভিযোগ হাতে পাইনি। তবে এমন কোন অভিযোগ পেলে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাতদিন ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর