যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে গুয়াদালুপে নদীতে আকস্মিক বন্যায় ভয়াবহ প্রাণহানি ঘটেছে। শুক্রবার ভোরে মাত্র ৪৫ মিনিটে নদীর পানি ২৬ ফুট বেড়ে গেলে এই বিপর্যয় ঘটে। এখন পর্যন্ত ৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০ জন।
নিহতদের মধ্যে কেরি কাউন্টির একটি খ্রিস্টান গার্লস ক্যাম্পের ২৮ শিশুসহ ৬৮ জন রয়েছেন। ‘ক্যাম্প মিসটিক’ নামের ওই ক্যাম্পে যখন বন্যার পানি ঢোকে, তখন সবাই ঘুমিয়ে ছিল। নিখোঁজদের মধ্যে ১০ মেয়ে শিশু ও একজন কাউন্সিলর রয়েছেন।
উদ্ধারকারীরা এখনো দুর্গত এলাকায় কাদা ও ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বিষাক্ত সাপের মুখোমুখি হওয়ার ঝুঁকিতেও থেমে নেই তাদের প্রচেষ্টা। তবে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে নতুন ঝড়ের আশঙ্কায় উদ্ধার কাজ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
কেরি কাউন্টিতে উদ্ধার হওয়া প্রাপ্তবয়স্ক ১৮ জন ও ১০ শিশুর পরিচয় এখনো নিশ্চিত হয়নি। নিহতদের মধ্যে আছেন ক্যাম্পটির বহুদিনের পরিচালক রিচার্ড ডিক ইস্টল্যান্ড।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট ঘোষণা দিয়েছেন, “প্রতিটি নিখোঁজের খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদের তৎপরতা থামবে না।”
সাবেক নেভি সিল গ্রেগ ফ্রোয়েলিক জানিয়েছেন, ক্যাম্প থেকে আট মাইল দূরেও ভুক্তভোগীদের মরদেহ পাওয়া গেছে।
এই বিপর্যয় গোটা টেক্সাসবাসীকে স্তব্ধ করে দিয়েছে। বিশেষ করে শিশুদের করুণ পরিণতি স্থানীয়দের হৃদয় ভেঙে দিয়েছে।
অনলাইন ডেস্ক/আর কে-০২







