যশোরের বিনোদন প্রেমী মানুষের বিনোদনের মাত্রা আরো একধাপ এগিয়ে দিতে তৈরী হয়েছে স্বপ্নছোয়া
ফ্যামিলি পার্ক । যেখানে থাকবে সুবিশাল পাহাড়, পাহাড়ের চূড়া থেকে অপরপ্রান্তে যেতে পারবেন ক্যাবেল কারের মাধ্যমে।থাকছে সুবিশাল আমবাগান। এছাড়া শিশুদের জন্য থাকছে হরেক রকম রাইড। মনের মানুষের সাথে নিরিবিলি মনের কথা বলার জন্য রয়েছে ছাতার ছায়া। এ ধরণের বিনোদন কেন্দ্র যশোরে এই প্রথম। যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দওপাড়া বাজার সংলগ্ন ( ধর্মতলা মোড় থেকে যেতে রাস্তার বাম পাশে) চোখে পড়বে স্বপ্নছোয়া ফ্যামিলি পার্ক। বছরের প্রথমদিনের শুরুতে দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান ফিতে কেটে এ
বিনোদন কেন্দ্রটি উদ্বোধন করেন । পরে দোয়া অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুনসুর আলী, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, পার্কের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম , সেলিম চৌধুরী, সবুজ সরকার, ইউপি সচিব আক্তারুজ্জামান, ইউপি সদস্য ইসমাইল হোসেন, আব্দুল ওহাব, সংরক্ষিত ইউপি সদস্য রেশমা বেগম, আলেয়া বেগম, যুবলীগ নেতা শহীদুল ইসলাম খোকন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম মানিক, ছাত্রলীগ নেতা মাহিন আরিফ সহ রাজনৈতিক , সামাজিক ও সুশীল সমাজ সহ নানা পেশার মানুষ অংশ নেন। এ বিষয়ে কর্তৃপক্ষ জানান, স্বপ্নছোয়া ফ্যামিলি পার্কের কাজ এখনো চলমান। কাজ শুরুর
পর থেকেই সেখানে বিনোদন প্রেমিরা আসতে শুরু করে।তারা আশাবাদী, স্বপ্নছোয়া ফ্যামিলি পার্ক পূর্নাঙ্গ রুপ ধারণ করলে যশোরবাসীর মন কারবে।
বিশেষ প্রতিনিধি









