Friday, December 5, 2025

ভরত চন্দ্র হাসপাতালের নির্মাণ সম্পন্ন ও অবৈধ দখল প্রতিহতে কপিলমুনিতে মানববন্ধন

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ঐতিহাসিক ভরত চন্দ্র হাসপাতালের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন, জনবল বৃদ্ধিসহ অবৈধ দখলদারদের প্রতিহতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) সকালে কপিলমুনি প্রেসক্লাবের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আধুনিক কপিলমুনির রূপকার রায় সাহেব বিনোদ বিহারী সাধুর প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী হাসপাতালের জমি দখলের ষড়যন্ত্র করছে স্থানীয় দুজন ভূমিদস্যু—মো. জয়নুদ্দীন গাজী ও গোপাল সাধু। তারা ভূয়া মামলা দিয়ে হয়রানি করছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ.এম. শফিউল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক ইউপি সভাপতি এম. বুলবুল আহম্মেদ, উপজেলা জামায়াতের সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, সাংবাদিক এস.এম. মুস্তাফিজুর রহমান পারভেজ, শেখ দীন মাহমুদ, কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আ. হান্নান, বণিক সমিতির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিনোদস্মৃতি সংসদের সভাপতি দীপংকর সাহা, সাবেক প্রেসক্লাব সভাপতি হেদায়েত আলী টুকু, সাংবাদিক আ. সবুর আল-আমিন, মহানন্দ অধিকারী মিন্টু, তপন পাল, রামপ্রসাদ কর্মকার, নজরুল ইসলাম, শেখ খায়রুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, ফরিজুল ইসলামসহ তিন উপজেলার (পাইকগাছা, ডুমুরিয়া, তালা) বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের প্রায় অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবা কেন্দ্র ছিল এই হাসপাতাল। এক সময় রায় সাহেব নিজ খরচে এখানে এক্স-রে মেশিন স্থাপন করেন, যা খুলনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আজও ব্যবহৃত হচ্ছে। ১৯৭৩ সালে হাসপাতালটি সরকারিকরণ করে ১০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হয়। হাসপাতালটির ঐতিহ্য রক্ষা এবং সেবাদান পুনরায় চালুর জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর