Thursday, July 17, 2025

আগামী ২৪ ঘণ্টায় খুলনাসহ তিন বিভাগে বৃষ্টি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের তিনটি বিভাগ—চট্টগ্রাম, খুলনা ও বরিশালে কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (>৮৮ মিমি) বৃষ্টি হতে পারে।

রোববার (৬ জুলাই) সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে, চট্টগ্রাম নগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতাও দেখা দিতে পারে।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীরে না যেতে অনুরোধ জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর