বাংলাদেশ দলের হয়ে ডেথ ওভারে নিয়মিত দায়িত্ব পালন করছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ম্যাচেও নিজের অভিজ্ঞতা ও নিখুঁত বোলিং দিয়ে আলো ছড়িয়েছেন ‘ফিজ’। শেষ তিন ওভারে জয়ের জন্য লঙ্কানদের দরকার ছিল ২৮ রান, কিন্তু তারা তুলতে পেরেছে মাত্র ১১ রান, হারিয়েছে শেষ দুটি উইকেট।
লঙ্কানদের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দলকে প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে যাওয়া জানিথ লিয়ানাগে ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশংসায় ভাসান।
৭৮ রান করা এই ব্যাটার বলেন, আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা ভালো। সে আইপিএলে খেলে, অভিজ্ঞ বোলার। এই পিচে কীভাবে বল করতে হয় সে জানে। তাকে সামলানো কঠিন ছিল। ফলে কৃতিত্ব তাকে দিতেই হবে।
ম্যাচে মুস্তাফিজ ৮ ওভারে ৫৬ রান দিয়ে কেবল লিয়ানাগের উইকেটটি নিয়েছেন। তবে লঙ্কানদের পরিকল্পনায় তিনিই ছিলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছিলাম মুস্তাফিজের বিপক্ষে ঝুঁকি না নিয়ে অন্য বোলারদের টার্গেট করতে। তবে তা কাজে দেয়নি, বলেন লিয়ানাগে।
শেষ পর্যন্ত উইকেটে থাকলে ম্যাচ জয়ের সুযোগ ছিল বলে মনে করেন লিয়ানাগে। আমি ভেবেছিলাম টিকে থাকতে পারলে জিততাম। দুশ্মন্ত চামিরা আমাকে দারুণভাবে সাপোর্ট করেছে। কিন্তু আমি ভুল করে ফেলি,—বলেন তিনি।
বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করে লিয়ানাগে আরও বলেন, বাংলাদেশ অনেক ভালো বল করেছে, আমাদের ওপর চাপ সৃষ্টি করেছিল। কিছু ভুল আমরা করেছি ঠিকই, তবে ম্যাচটি ভালো ছিল। আমরা এখন পাল্লেকেলের ম্যাচের দিকে তাকিয়ে।
অনলাইন ডেস্ক/আর কে-০৪