Friday, December 5, 2025

ভারতে আবর্জনার স্তূপে পোড়ানো জাতীয় পতাকা, তদন্তে পুলিশ

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে দেশটির জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং পুলিশ তদন্ত শুরু করে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শনিবার (৫ জুলাই) রাতে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনীতিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার জেরে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী কংগ্রেস—উভয় দলই ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির কর্পোরেটর সুষমা ববিশা শাহপুরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তারা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কংগ্রেস নেতা বিবেক ত্রিপাঠী অভিযোগ করেন, পৌরসংস্থার কর্মীরা নিয়মিতভাবে শহরের নির্ধারিত স্থানে আবর্জনা পোড়ান এবং সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলটি ওয়ার্ড-৫০ এর অফিসের কাছাকাছি একটি আবর্জনা পোড়ানোর জায়গা বলে জানান তিনি।

শাহপুরা থানার উপ-পরিদর্শক হরিশ গুজারবোস বলেন, সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুইটি মামলা দায়ের হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে শহর পরিচালনা সংস্থার নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একাধিক তেরঙ্গা পতাকা আবর্জনার স্তুপের মধ্যে পুড়ছে।

অনলাইন ডেস্ক/আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর