Thursday, July 17, 2025

নড়াইলে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ আলপনা

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের তিন বছর পর একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামের এক গৃহবধূ। শুক্রবার (৪ জুলাই) সকালে লোহাগড়া উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়।

আলপনা খানম নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রাম গ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী।

শিকদার হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আলপনাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। পরে গাইনী বিশেষজ্ঞ ডা. স্বরূপ গোলদার, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাস এবং সহকারী চিকিৎসকদের সমন্বয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। মা ও নবজাতক তিনজনই সুস্থ রয়েছেন।

আলপনার স্বামী খন্দকার সজীব হাসান বলেন, “আলহামদুলিল্লাহ, বিয়ের তিন বছর পর আমাদের ঘরে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের আগমন হয়েছে। আমি এবং আমার পরিবার অত্যন্ত খুশি। সবার কাছে আমার সন্তানদের জন্য দোয়া চাই।”

শিকদার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম বলেন, “হাসপাতালে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে। তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন, এটা আমাদের জন্য আনন্দের।”

গাইনি সার্জন ডা. স্বরূপ গোলদার জানান, “রোগী দীর্ঘদিন আমার ফলোআপে ছিলেন। নির্ধারিত সময় মতো তাকে ভর্তি করা হয় এবং সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর