যশোরে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আলাল গ্রুপের একাত্তর ইন্টিগেশন ফার্ম বাংলাদেশ বসুন্দিয়া শাখার হিসাব রক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল একই শাখার ইনচার্জ সাদ্দাত হোসেন লুইস বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামি মাজিদুল হক লিমন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের মৃত লতিফুর রহমানের ছেলে।
বাদী মামলায় বলেছেন, আলাল গ্রুপের একাত্তর ইন্টিগেশন ফার্ম বাংলাদেশ বিভিন্ন খামারিদের কাছ থেকে মুরগির বাচ্চা ও রেডি মুরগি সংগ্রহ করে বিক্রয় করা হয়। বাদী ওই কোম্পানির বসুন্দিয়া শাখার ইনচার্জ এবং আসামি মাজিদুল হক লিমন হিসাব রক্ষক পদে দায়িত্ব পালন করেন। গত ১৫ জুন বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানির ১০ লাখ টাকা বসুন্দিয়া মোড়স্থ্য ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় জমা দেয়ার জন্য হিসাব রক্ষক মাজিদুল হক লিমন অফিস থেকে রওনা করেন। এরপরে ব্যাংকে টাকা জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন। কোম্পানির একাউন্টে টাকা না যাওয়ায় উর্দ্ধতন কর্মকর্তারা খোঁজখবর নিয়ে জানতে পারেন হিসাব রক্ষক আত্মসাৎ করেছেন বলে জানতে পারেন।
বসুন্দিয়া প্রতিনিধি







