Saturday, December 6, 2025

যশোরে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু 

যশোরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হামজা (৫০) নামে এক মুদি দোকানি মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পাশের মাঠে এই দুর্ঘটনা ঘটে। হামজা শংকরপুর এলাকার সিদ্দিকের ছেলে।

পরিবারের লোকজন জানান, হামজা প্রতিদিনের মতোই গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সেখানকার তপনের বসতবাড়ির বিদ্যুতের তার আগে থেকেই ছিঁড়ে পড়ে ছিল বিলের পানিতে। বিষয়টি তার জানা ছিল না। ঘাস কাটতে গিয়ে সেই তারের স্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

অনেকক্ষণ পর খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন তাকে পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর