Saturday, December 6, 2025

অভয়নগরের হাবিবুর হত্যা মামলায় ‘তাবিজ ফারুক’ আটক

যশোরের অভয়নগরে হাবিবুর রহমান হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমুল শেখ ওরফে ‘তাবিজ ফারুক’কে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটক ফারুক উপজেলার বিভাগদী গ্রামের শেখ জাহাঙ্গীর বাবুর্চির ছেলে। বৃহস্পতিবার সকালে শংকরপাশা ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৮ জুলাই বিকেলে হাবিবুর রহমান তার বন্ধু ইয়াসিনের সঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। খোঁজ না পেয়ে হাবিবুরের স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং স্বামীকে খুঁজতে থাকেন। দুই দিন পর, ৩০ জুলাই দুপুরে অভয়নগর উপজেলার বিভাগদী জয়েন্ট ট্রেডিং বালুর মাঠের নিচে ভৈরব নদ থেকে হাবিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের হাত-পা বাঁধা ছিল এবং মাথা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের পিতা রেজাউল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে ডিবি পুলিশের তৎকালীন এসআই মফিজুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেনতালতলা মধ্যপুর গ্রামের নূর ইসলামের ছেলে মেহেদী হাসান (২২), বিভাগদী গ্রামের মোশারফ শেখের ছেলে হুমায়ুন শেখ (২১), আজাহার শেখ ওরফে আজা’র ছেলে ফয়সাল শেখ (২১) এবং খন্দকার আনিছুর রহমানের ছেলে খন্দকার আল-আমিন (৩০)। আটকদের জিজ্ঞাসাবাদে উঠে আসে তাবিজ ফারুকের নাম। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটপাড়া তদন্ত কেন্দ্রের এসআই মানিক কুমার সাহা জানান, তাকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেন এবং আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাতদিন সংবাদ


আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর