শার্শা প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দুশ’ ৬১ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করেছে।বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার বিশ্বাস জানান,
বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া-গয়ড়া সড়কের রাড়িপুকুর পাকা রাস্তার ওপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি এলিয়ন প্রাইভেটকারে থাকা দুশ’ ৬১ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়।আটকরা হচ্ছে ফরিদপুরের ভাঙা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের রফিক উদ্দিন আহম্মদের ছেলে শাওন আহম্মদ (৩২), শান্তি কর্মকারের ছেলে সবুজ কর্মকার (৩০), নিখিল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৫) এবং একই থানার নুরপুর এলাকার মৃত বাশার মুন্সীর ছেলে তপু (৩০)।আটকদের বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা হয়েছে।







