লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুরের ত্রাস ‘কব্জিকাটা গ্রুপ’-এর অন্যতম সদস্য ও কিশোর গ্যাংয়ের প্রধান বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইলের লোহাগড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও র্যাব-২।
বুধবার বিকেলে র্যাব-২ ও র্যাব-৬ এর একটি যৌথ দল লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন।
খালিদুল হক হাওলাদার জানান, টুন্ডা বাবু শিশু, মহিলা ও বৃদ্ধ নির্বিশেষে সকলের ওপর চাপাতি হামলা চালাতেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তাকে একবার গ্রেপ্তার করা হলেও ২ মাস ১০ দিন পর তিনি জামিনে বেরিয়ে আসেন।
র্যাব জানায়, আলোচিত শীর্ষ সন্ত্রাসী আনোয়ারের সহকারী হিসেবে কাজ করতেন টুন্ডা বাবু। আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর থেকে মোহাম্মদপুর এলাকায় নিজের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি। টুন্ডা বাবুর বিরুদ্ধে ৪টি হত্যা, ২টি ডাকাতি, ২টি মাদক এবং ২টি দস্যুতার মামলা রয়েছে।
উল্লেখ্য, ‘কব্জিকাটা গ্রুপের’ প্রধান বাবু খান ওরফে টুন্ডা বাবুর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামে। তার পিতার নাম তরিকুল ইসলাম পটু।