আজম খান,বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় প্রায় পাঁচশ’ হাঁস বিষ প্রয়োগে করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার সকালে উপজেলার দেয়াড়া গ্রামের বিল জলেশ্বরে এসব হাঁস মেরে ফেলা হয়েছে বলে মালিক জমির শেখ অভিযোগ করেছেন।
এ ঘটনায় তিনি চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করেছেন, কৃষ্ণনগর গ্রামের আহাদ আলী, দেয়াড়া গ্রামের রবিউল ইসলাম, কবির হোসেন ও ইনছান আলীর সাথে আগে থেকেই তার দ্বন্দ্ব চলছিল। এ কারণে তারা পানিতে বিষ দিয়ে হাঁসগুলো মেরে ফেলেছেন।
জমির শেখ জানান, বিল জলেশ্বরে তার খামারে এক হাজার ক্যাম্বেল হাঁস ছিল। বেশিরভাগ হাঁস ১০-১৫ দিন পর ডিম পাড়া শুরু করবে। এসব হাঁস খালের পানিতে চরে বেড়ায়। খামারের পাশে কৃষ্ণনগর গ্রামের আহাদ আলীর একটি কুয়া রয়েছে। হাঁসগুলো অনেক সময় ওই কুয়ার পানিতে নেমে পড়তো। বৃহস্পতিবার সকালে খামার থেকে হাঁসগুলো ছেড়ে দেয়া হয়। এরপর হাঁসগুলো আহাদ আলীর কুয়ায় নেমে পড়ে। ওই কুয়ার পানিতে আগে থেকেই বিষ দেয়া ছিল। পানিতে নামার দু’-তিন মিনিটের মধ্যে প্রায় পাঁচশ’ হাঁস ছটফট করে মারা যায়। প্রতিটি হাঁসের দাম তিনশ’ টাকার বেশি। সেই হিসেবে দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জমির শেখ।
দু’ মাস আগে ওই চারজন মিলে বিষ দিয়ে তার এক হাজার তিনশ’ হাঁস মেরে ফেলেন।তবে,রায়পুর পুলিশ ফাঁড়ির টুআইসি মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে দাবি করে বলেন,৪০ টির মতো হাঁস মারা গেছে। এর মধ্যে আট থেকে ১০ টি জবাই করা ছিল। উপুড় হয়ে পড়েছিল কিছু। আর কয়েকটি পানিতে ভাসমান ছিল।বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন সকালে সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মামলা রেকর্ড করা হচ্ছে।







