ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (২ জুলাই) জুলাই মাসের জন্য এ নতুন মূল্য ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, এখন থেকে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৩৬৪ টাকা, যা জুন মাসে নির্ধারিত ছিল ১ হাজার ৪০৩ টাকা। ফলে প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৩৯ টাকা। এর আগে জুন মাসেও দাম কমেছিল ২৮ টাকা।
২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। সে সময় ১২ কেজির সিলিন্ডারে আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতার জন্য মোট ৩৫৯.৪০ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসি জানায়, যেহেতু দেশের এলপিজি বাজার প্রায় ৯৮ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল, তাই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আরামকোর ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হয়। আর সেই দর ওঠা-নামার সঙ্গে তাল মিলিয়ে দেশে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করা হয়ে থাকে।
অনলাইন ডেস্ক/আর কে-০৮







