Thursday, July 17, 2025

নড়াইলে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি, নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে নড়াইল সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিদায়ী অফিসারকে স্মরণীয় বক্তব্যের মাধ্যমে সম্মান জানান। বক্তারা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন, বিশেষ করে তার সৃজনশীল কর্মকাণ্ড, ম্যানেজারিয়াল দক্ষতা ও নেতৃত্বগুণ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, শাহিনারা পারভিন, ইসমাইল হোসেন, মিরাজ হোসেন, মারুফ হোসেন, আবু ছামিন বিশ্বাস, সৈয়দ মেজবাহ উদ্দিন, নাসরিন আক্তার, আজম খান, সাখাওয়াত হোসেন, প্রশান্ত কুমার এবং অনুষ্ঠান সঞ্চালক প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল।

অনুষ্ঠানে বক্তারা তার সঙ্গে বিভিন্ন সময় বাংলাদেশের দর্শনীয় স্থান ভ্রমণের স্মৃতিচারণ করেন। বিদায়ী বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে সুলতান মাহমুদ ২০১৯ সালের ডিসেম্বরে যোগদানের পর থেকে বর্তমান পর্যন্ত সময়ের স্মৃতি তুলে ধরেন।

আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর