Thursday, July 17, 2025

রাজনৈতিক টানাপোড়েনে স্থগিত হচ্ছে বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত এই সিরিজ ঘিরে আগে থেকেই উন্মাদনা থাকলেও বর্তমানে তা অনিশ্চয়তার মুখে পড়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের জটিলতার কারণে সিরিজটি পিছিয়ে যেতে পারে বলে আভাস মিলেছে। বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশের বোর্ড বিসিবিকে জানিয়েছে, তারা এখনো কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, দিল্লির একাধিক শীর্ষ সরকারি সূত্র নিশ্চিত করেছে— বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকার এখনো বিসিসিআইকে সবুজ সংকেত দেয়নি। পুরো পরিস্থিতিকে ‘রাজনৈতিক’ বলে উল্লেখ করে তারা মনে করছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় দলের সফর জনমনে ভুল বার্তা দিতে পারে এবং তা কৌশলগতভাবে অনুচিত হবে।

তবে সফর স্থগিত হলেও দুই বোর্ড সিরিজ পুনঃনির্ধারণে আগ্রহী। বিসিসিআই ও বিসিবি এরই মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বলে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।

এই সিরিজে কোনো টেস্ট ম্যাচ না থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে প্রভাব পড়বে না। এদিক থেকে ভারতের জন্য কোনো তাৎক্ষণিক ক্ষতির আশঙ্কা নেই। এর আগে, গত বছর রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল ভারতীয় দল।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর