Saturday, December 6, 2025

মুরাদনগরের ধর্ষণের প্রতিবাদে যশোরে ছাত্র ফ্রন্টের সমাবেশ

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সারাদেশে চলমান খুন, ধর্ষণ, হত্যা, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানে যশোরে প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

মঙ্গলবার (১ জুলাই) যশোর প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র নেতা ইমরান খান।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কমরেড খবির শিকদার, জুলাই আন্দোলনের নেতা রাশেদ খান, রাহুল এবং ছাত্র ফ্রন্ট নেতা নাহিদ হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বাড়ছে, অথচ সরকার এসব ঘটনা দমন বা বিচারের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই এখনই গণপ্রতিরোধ গড়ে তোলার সময়।

সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র নেতা মৃন্ময় মণ্ডল।

রাতদিন সংবাদ/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর