Saturday, December 6, 2025

বসুন্দিয়ায় জামায়াতের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে,পুরুষ সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির,মাওলানা রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে (৩০ জুন) সোমবার,বিকাল চারটায় বসুন্দিয়া মোড় বাস স্ট্যান্ড চত্বরে এসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির, যশোর-৪ সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসূল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে হবে সর্বপ্রথম সংস্কার, বিচার, তারপর পি,আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধশালী দুর্নীতি ও মাদকমুক্ত রাষ্ট্র হিসেবে গড়তে জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন দুর্নীতি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাইলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতকে ক্ষমতায় দিতে হবে।

ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পুরুষ সহযোগী সহস্রাধিক সদস্যের উপস্থিতিতে। এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার আমীর অধ্যাপক মাওলানা আশরাফ আলী, বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর খান। বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বসুন্দিয়ার নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

রাতদিন ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর