Saturday, December 6, 2025

কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত

ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলের বিমান হামলায় ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দিদের পরিবারের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, সেনা সদস্য এবং আশপাশের বাসিন্দারাও রয়েছেন। ইরানের বিচার বিভাগের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ১২ দিনের চলমান সংঘাতের মধ্যে গত সপ্তাহে এই হামলা হয়। হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, বন্দিদের মুক্ত করতে এটি আমাদের একটি পদক্ষেপ।

কারাগারটি ইরানে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত। এখানে সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং বিদেশি নাগরিকসহ রাজনৈতিক বন্দিদের রাখা হয়।

হামলায় কারাগারের স্বাস্থ্যকেন্দ্র, দর্শনার্থী হল এবং প্রসিকিউটরের অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশিত ছবিতে ভাঙাচোরা জানালা ও ধ্বংসস্তূপে ভরা আঙিনা দেখা গেছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর