অর্থনৈতিক সংকটের জেরে ২০২১ সালে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয় বার্সেলোনা। ফলে নাটকীয়ভাবে ক্লাবটি ছাড়েন লিওনেল মেসি, শেষ হয় দু’পক্ষের দুই দশকের সম্পর্ক। অশ্রুসিক্ত বিদায়ে কাতালান ক্লাবকে বিদায় বলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এরপরও থেকে যায় পারিশ্রমিকের বকেয়া। অবশেষে চার বছর পর বার্সেলোনা থেকে প্রায় ৬ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৮৫ কোটি টাকার বেশি) পাওনা বুঝে পেতে যাচ্ছেন মেসি।
বার্সা ছাড়ার পর ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) দুই মৌসুম কাটান মেসি, যদিও সময়টা ছিল অনেকটা চাপের। বার্সায় ফেরার গুঞ্জন উঠলেও ২০২৩ সালের মাঝামাঝি তিনি যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। তবে আড়ালেই ছিল বার্সা থেকে প্রাপ্য সেই বকেয়া অর্থের বিষয়টি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানায়, ২০২০ সালে মেসির শেষ চুক্তি অনুযায়ী মোট ৪৮ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল, যা কয়েক ধাপে পরিশোধের শর্ত ছিল। তবে করোনাকালে অর্থনৈতিক বিপর্যয়ে পড়া ক্লাবটি শেষ কিস্তি দিতে ব্যর্থ হয়। শুধু মেসি নন, সে সময় আরও বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচের পারিশ্রমিক বকেয়া পড়ে যায়—যাদের মধ্যে ছিলেন স্যামুয়েল উমতিতি, সার্জিও বুসকেটস, ফিলিপে কৌতিনিয়ো, উসমান দেম্বেলে এবং সাবেক কোচ রোনাল্ড ক্যোমান।
করোনাকালে ক্লাবের সভাপতি ছিলেন জোসেপ মারিয়া বার্তোমেউ, যাকে মেসি-বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয়। তার সময়েই আর্থিক অব্যবস্থাপনা প্রকট হয়ে ওঠে, যার প্রভাব পড়ে পরবর্তী মৌসুমগুলোতেও। এমনকি সদ্য সমাপ্ত মৌসুমের শুরুতেও বার্সা দানি ওলমো ও পাউ ভিক্টরের মতো খেলোয়াড়দের নিবন্ধন করতে গিয়ে আইনি জটিলতায় পড়ে।
এদিকে বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে মেসির রেকর্ড পরিমাণ বেতন নিয়েও আলোচনা চলছে। বার্তা সংস্থা এপি জানায়, তার বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা। এমএলএসের ২১টি দলের মোট খেলোয়াড় বেতনের চেয়েও বেশি আয় একা মেসির, যা তাকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফুটবলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ২৩ মে পর্যন্ত হিসাব অনুযায়ী, ইন্টার মায়ামি মেসিসহ খেলোয়াড়দের বেতনে খরচ করেছে সর্বোচ্চ ৪৬.৮ মিলিয়ন ডলার।
বর্তমানে মেসি ও তার ক্লাব ইন্টার মায়ামি ব্যস্ত রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপে। প্রথমবারের মতো অংশ নিয়ে দলটি পৌঁছেছে দ্বিতীয় রাউন্ডে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ মেসির সাবেক ক্লাব পিএসজি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (রোববার) রাত ১০টায়, বাংলাদেশ সময়। গ্রুপপর্বে মায়ামি তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকে নকআউটে পৌঁছায়।
অনলাইন ডেস্ক







