যশোর এম এম কলেজের এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে ভুক্তভোগী নিজে থানায় উপস্থিত হয়ে অভিযোগ এনে মামলাটি করেন। অভিযোগে বলা হয়েছে, প্রায় সাত মাস আগে যশোর শহরের সার্কিট হাউজপাড়ার একটি ভাড়া বাসায় বিদ্যুৎ সংক্রান্ত কাজে গিয়ে ইদ্রিস আলী শাওনের (৪৫) সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। অভিযুক্ত শাওন যশোরের খড়কী স্টেডিয়ামপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। পরিচয়ের পর শাওন কৌশলে মোবাইল নম্বর সংগ্রহ করে ছাত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেন এবং প্রেমের প্রস্তাব দেন। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, শাওন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ঐ শিক্ষার্থী আরও উল্লেখ করা হয়, সর্বশেষ ১৪ জুন সন্ধ্যায় সার্কিট হাউজপাড়ার সোবাহান কমপ্লেক্সে এবং ১৭ জুন বেলা ১১টার দিকে পিটিআই স্কুলসংলগ্ন রহিমা বেগমের বাসায় ওই ছাত্রীকে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা তুললে অভিযুক্ত নানা অজুহাতে তা এড়িয়ে যান এবং স্পষ্ট জানিয়ে দেন তিনি বিয়ে করবেন না। বাধ্য হয়ে ওই শিক্ষার্থী আদালতে মামলা করেন।
রাতদিন সংবাদ







