নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে লোহাগড়া বাজারের ড্রীম হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক এ কে এম আকরামুজ্জামান মিলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক প্রভাত ফেরী পত্রিকার প্রকাশক ফকির শওকত আলী।
সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির নড়াইল প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, মহাসচিব শিমুল হাসান, সাংবাদিক সিদ্দিকুর রহমান, শ ম কামাল হোসেন, কাজী ইমরান প্রমুখ।
আলোচনার শেষে সর্বসম্মতিক্রমে এ কে এম আকরামুজ্জামান মিলুকে সভাপতি, মো. খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো. সিদ্দিকুর রহমানকে অর্থ সম্পাদক করে লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম গঠন করা হয়।
পাশাপাশি ফকির শওকত আলীকে ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।







