Saturday, December 6, 2025

নড়াইলের কালিয়ায় জনদুর্ভোগে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ার বড়দিয়া-নড়াগাতী-গোপালগঞ্জ সড়কের বেহাল দশা ও দীর্ঘদিনের সংস্কার কাজ স্থগিত থাকার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলার খাশিয়াল বাজারে শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, প্রায় আড়াই বছর আগে রাস্তা খুঁড়ে সংস্কার কাজ শুরু হলেও তা আজও শেষ হয়নি। ফলে এলাকাবাসী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ বলেন, “সড়কটি আগে এলজিইডির আওতায় ছিল। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগ (রোডস অ্যান্ড হাইওয়ে) এটি টেন্ডারে দেয়। আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার ওহিদ ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ পান, কিন্তু তিনি ৭ কিলোমিটার পর্যন্ত মাটি খুঁড়ে ফেলে কাজ অসমাপ্ত রেখে উধাও হয়ে গেছেন।”

এ সড়ক দিয়ে প্রতিদিন বড়দিয়া ফেরিঘাট হয়ে নড়াগাতী, গোপালগঞ্জ ও ঢাকা রুটে অসংখ্য যানবাহন চলাচল করে। অথচ রাস্তার বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এক প্রবাসীসহ তিনজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য বিএম কাবির হোসেন, জাফর মোল্যা, উদীচী বড়দিয়া শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, সরদার আব্দুল করিম, শিমুল মোল্যা, তৈয়েবুর রহমান, সোহেল শেখ ও ওবাদুল খন্দকার প্রমুখ।

বক্তারা দ্রুত রাস্তা সংস্কার কাজ শুরু না হলে রোডস অ্যান্ড হাইওয়ের জেলা অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর