কলকাতার একটি নামী আইন কলেজের ক্যাম্পাসে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় কলেজ-সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৫ জুন কলেজ ক্যাম্পাসেই এই ভয়াবহ ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিকভাবে তার মেডিকেল পরীক্ষা করা হয় এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
অভিযোগপত্রে ছাত্রী উল্লেখ করেন, ফরম পূরণের জন্য তিনি কলেজে গিয়েছিলেন। কাজ শেষে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে গেলে বিকেলের দিকে অধিকাংশ উপস্থিত শিক্ষার্থী ও সদস্যরা বেরিয়ে গেলেও, তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন একজন ছাত্রনেতা। পরে সেই নেতাই তাকে প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী জানিয়ে দেন যে, তার একজন প্রেমিক রয়েছে এবং তিনি এই প্রস্তাবে সাড়া দিতে চান না।
পরে সন্ধ্যার দিকে তিনজন মিলে তাকে জোরপূর্বক আটকে রাখেন এবং প্রথমে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে, পরে কলেজের নিরাপত্তা রক্ষীর কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। ওই ছাত্রী জানান, নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চাইলে তিনি কোনো সহায়তা করেননি।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং কলেজ কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক







