ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের ছয়টি উপজেলায় মানহীন ৬৫টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এরই মধ্যে মহেশপুর উপজেলায় বেশ কিছু ক্লিনিক বন্ধ করা হয়েছে। খুব দ্রুত জেলা শহরসহ সব উপজেলায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ জন্য ডিসি, ইউএনও, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা পুলিশকে চিঠি দেয়া হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল ঝিনাইদহের এসব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। অনেকে ক্লিনিক মালিক ব্যবসা করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। কতিপয় চিকিৎসক মানহীন এসব ক্লিনিকে অপারেশন করে মানুষ হত্যায় মেতে উঠেছিল। বিশেষ করে মহেশপুর ও হরিণাকুণ্ডু উপজেলার ক্লিনিকগুলোতে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছিল।
জেলা সিভিল সার্জন দফতর থেকে জানা গেছে, ৮ ডিসেম্বর এ সংক্রান্ত একটি চিঠি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে দেয়া হয়েছে। সেখানে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ক্লিনিকের মান একেবারেই তলানিতে। স্বাস্থ্যবিধির বালাই নেই। নেই চিকিৎসার সুষ্ঠু পরিবেশ। এসব ক্লিনিকে প্রায়ই ডাক্তার-নার্স থাকেন না। সিভিল সার্জন অফিস থেকে তদন্ত করতে গিয়ে ধরা পড়ে এসব অসংগতি।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সরকারের নির্দেশে এসব তালিকা করা হয়েছে। এখানে কোনো স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব নেই। অচিরেই ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে তালিকাভুক্ত এসব ক্লিনিক বন্ধ করা হবে।







