সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। উৎসব চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।
৯ দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনকে ঘিরে ঢাকাসহ সারাদেশে ইসকনের ১২৮টি মন্দির ও আশ্রমে চলছে নানা অনুষ্ঠান। ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, শোভাযাত্রা, আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।
ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানান, শুক্রবার সকাল ৮টায় স্বামীবাগ আশ্রমে অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুপুর দেড়টায় আলোচনা সভা শেষে বিকেল ৩টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
ঢাকায় শোভাযাত্রার রুট: স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে যাবে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম, পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত। আগামী ৫ জুলাই একই পথে উল্টো রথে প্রতিমা ফিরিয়ে আনা হবে।
এছাড়া পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারীবাজার ও অন্যান্য মন্দিরেও রথযাত্রা পালিত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব জগতের অধীশ্বর। তার অনুগ্রহেই মুক্তি লাভ হয়, আর সেই বিশ্বাস থেকেই এই রথযাত্রার আয়োজন।
অনলাইন ডেস্ক







