Saturday, December 6, 2025

নড়াইলে  আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত 

নড়াইল প্রতিনিধি: “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫।

বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

র‍্যালিটি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবির এবং সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ।

স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শিরীন আক্তার।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর