সাতক্ষীরা প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, প্রাণ সায়ের খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায়, সাতক্ষীরা পৌরসভা ও রূপান্তর-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে প্রাণ সায়ের খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়। কনজারভেন্সি ইন্সপেক্টর ইদ্রিস আলীর নেতৃত্বে এ পরিষ্কার অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ রূপান্তর ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তারা। পরে খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আর কে-০৪







