নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে বজ্রপাতে জাবেদ বিশ্বাস মিঠুন (২২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক বজ্রপাতে নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিঠুন ওই গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় জুড়ালিয়া মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিঠুন ও তার বাবা আমিনুর বিশ্বাস বাড়ির পাশে জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে মিঠুন গুরুতর আহত হন এবং তার বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিনে পৃথক বজ্রপাতে আরও দু’জন নারী আহত হয়েছেন। তারা হলেন চাঁদপুর গ্রামের লাভলী বেগম (৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেলী জামান জানান, মিঠুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছিল। আহত অন্যরা শঙ্কামুক্ত রয়েছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মিঠুনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর কে-০৩







