নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় চলন্ত ইজিভ্যানে ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার শারমিন (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
নিহত শিরিন আক্তার শারমিন নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় কর্মরত স্বামীর সঙ্গে দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন শিরিন। কিছুদিন আগে পরিবারসহ নিজ গ্রাম ইসলামপুরে আসেন। এরপর তার স্বামী ঢাকায় ফিরে যান।
বুধবার বিকেলে শিরিন মেয়েদের নিয়ে বাবার বাড়ি যশোরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চলন্ত ইজিভ্যানে তার ওড়না পেছনের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







