যশোরের চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মোট আটটি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে খোলাডাঙ্গা তিনরাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, দেলুর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে তিনি নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গত ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমায় আহত হয় ওই এলাকার শাহাদাত হোসেনের ছেলে সজিব আহমেদ (৭) ও মেয়ে খাদিজা (৫) । পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশু খাদিজার মৃত্যু হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলার তদন্তে বেরিয়ে আসে, বিস্ফোরিত বোমাটি ওই স্থানে রাখার সাথে দেলুর সম্পৃক্ততা রয়েছে । এমনকি তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। তদন্তে মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়েছে এবং একই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, দেলু আওয়ামী লীগ সরকারের আমলে নানা ধরনের নৈরাজ্যে জড়িত ছিলেন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। সরকার পতনের পর তিনি বিএনপি নেতা সেজে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, যা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
রাতদিন সংবাদ







