বেনসন, গোল্ডলিফসহ বিভিন্ন সিগারেট বেশি দামে বিক্রির অভিযোগে দড়াটানার পাইকারী বিক্রেতা দিলরুবা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সদস্যরা। এছাড়া একই দিন আরেকটি অভিযানে নিউমার্কেট এলাকার স্বপ্নসাদ হোটেলে অভিযান চালিয়ে আরও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। যার নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এ অভিযান।
সূত্র জানায়, বিভিন্ন সিগারেটের বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছিল দিলরুবা ট্রেডার্সএমন খবরে তারা অভিযান চালায়। যার সত্যতা পায় এ টিম। পরে প্রতিষ্ঠান মালিক তৌফিকুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, একই টিম অভিযান চালায় স্বপ্নসাদ রেস্টুরেন্টে। সেখানে গিয়ে দেখা যায় পচা ও বাসি খাবার, যা দেদারসে বিক্রি হচ্ছে। এ সময় প্রতিষ্ঠান মালিক বাদশার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন ক্যাব সদস্য আব্দুর রকিব সরদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অভিযোগ রয়েছে দিলরুবা ট্রেডার্স সিগারেটের দাম বাড়িয়ে বিক্রি করছে অন্যদিকে তারা কৃত্রিম সংকটও তৈরী করছে। এতে করে খুচরা বাজারে ব্যাপক প্রভাব পড়ছে।
রাতদিন সংবাদ







