Saturday, December 6, 2025

ইরানের গিলানে ইসরায়েলের বিমান হামলায় ৯ জন নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গিলান প্রদেশের একটি আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক।

আঞ্চলিক গভর্নরের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হামলায় আশপাশের বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশু রয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার পরপরই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রায় দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না।”

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর