বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোরসহ সারাদেশে স্বাস্থ্য সহকারীরা দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দাঁড়িয়ে তারা তাদের ৬ দফা দাবির বাস্তবায়নের আহ্বান জানান।
যশোর জেলা শাখার আয়োজনে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার সভাপতি মহিদুল ইসলাম, সহ-সভাপতি নাজমুর ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তানবীর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমেনা খাতুন।
বক্তারা বলেন, আমরা তৃণমূল পর্যায়ে মানব শিশুর জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে টিকা প্রদান করে থাকি। কিন্তু এত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কাজ করেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। বছরের পর বছর আমরা টেকনিক্যাল স্বীকৃতি ও পদমর্যাদার জন্য আবেদন জানালেও সংশ্লিষ্ট বিভাগ সেটি বাস্তবায়ন করেনি। ফলে আমরা সরকারি অন্যান্য দপ্তরের কর্মচারীদের তুলনায় চরম বৈষম্যের শিকার।
তারা আরও বলেন, স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে স্বাস্থ্য সহকারীদের বড় ভূমিকা থাকা সত্ত্বেও বিগত সরকার শুধু আশ্বাস দিয়েছে, বাস্তব পদক্ষেপ নেয়নি। তাই এখনই সময়, আমাদের নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করার। এসবই আমরা আমাদের ৬ দফা দাবিতে উত্থাপন করেছি।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রমজান আলী, কার্যকরী সদস্য জাহিদুর ইসলাম, মেহেদী ইসলাম, জাকির হোসেন রানা, নুরুন্নাহার খাতুন, পাপিয়া খাতুন প্রমূখ।
রিকি খান







