Saturday, December 6, 2025

বসুন্দিয়ায় জামায়াতের মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক- যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামে‘র মহিলা শাখার কর্মী সম্মেলন স্থানীয় একটি মিলনায়তনে,২৩জুন সোমবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে।

বসুন্দিয়া ইউনিয়নের তিন শতাধিক কর্মীদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে দার্স করেন, বসুন্দিয়া ইউনিয়নের আমির, মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা কর্ম পরিষদ ও শূরা সদস্যা এবং সদর উপজেলা মহিলা জামায়াতের সহকারী তদারকি মোছাঃ মুরশিদা খাতুন। তিনি বলেন শত জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমাদের পুরুষ ভাইয়েরা যেমন ভাবে ইসলাম প্রতিষ্ঠার এ কাজকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তেমনি ভাবে আমাদের বোনেরাও এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সময় ও শ্রম সর্বোচ্চভাবে বিলীন করে যাচ্ছেন। এধারা অব্যাহত রাখতে ইসলাম প্রচারের এই  সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য মেধা ও মননের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিলা বিভাগের দায়িত্বশীল মোসাঃ আনোয়ারা বেগম, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার যশোর জেলার সেক্রেটারি শাহিনা খাতুন, সদর উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্যা এবং বসুন্দিয়া ইউনিয়ন মহিলা জামায়াতের সেক্রেটারি মোসাঃ খাদিজা পারভীন প্রমূখ।

রাতদিন ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর