Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় আ‘লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে, গণতন্ত্রের বিজয় দিবস পালিত

আজম খান,বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলায় গনতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে।আওয়ামীলীগের দলীয় কার্যালয় বন্ধ থাকায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা আওয়ামীলীগের একাংশ।
বুধবার বিকেলে গনতন্ত্রের বিজয় দিবস পালনের উদ্দেশ্যে আগত নেতা কর্মীরা তালাবদ্ধ অফিস দেখে বিক্ষুদ্ধ হয়ে ওঠে। পরে যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজির হস্তক্ষেপে তারা শান্ত হয়। এরপর তারা গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ র‌্যালী বের করে। র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়।
র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কার শিকদার, নরিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান চিশতি, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকি, যুবলীগের বর্তমান যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর জুলফিক্কার আলী জুলাই, ছাত্রলীগের সভাপতি বায়জীদ হোসেন, আ’লীগ নেতা সুলতান আহম্মেদ প্রমুখ।
অপরদিকে দলীয় কার্যালয়ের তালা ভাঙ্গায় ক্ষোভ প্রকাশ করেছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বিশ্বাসসহ কয়েকজন নেতাকর্মীরা। দলীয় অফিসের তালা এভাবে ভাঙা তাদের ঠিক হয়নি, ঘটনাটি খুবই দুঃখজনক। অফিস ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা তালা খুলে দিতো বলে তারা জানিয়েছেন।
‘যুবলীগের সাবেক সাধারণ সম্পদাক নজরুল ইসলাম অফিস খোলান জন্য ফোন দিয়েছিলো বলে কেয়ারটেকার সাহেব আলী স্বীকার করেন। তিনি অসুস্থ থাকায় অফিস খুলতে পারেননি বলে জানান।
‘বাঘারপাড়ার আওয়ামীলীগের মুল দায়িত্বে যারা আছেন, তারা কর্মী শুন্য হয়ে পড়েছে এবং তারা কোন জাতীয় কর্মসূচী পালন করছেন না এবং আমাদেরও করতে দিবে না বলে অফিস তালাবদ্ধ করে রেখেছে বলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম দাবী করেন। যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি শাহিন চাকলাদের নির্দেশে গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচি পালন করতে এসে আওয়ামীলীগ অফিস তালাবদ্ধ দেখে তারা অফিস খোলার সব চেষ্টা করে যখন ব্যর্থ হয় তখন তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করেছেন বলে তিনি জানান।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর