Saturday, December 6, 2025

লোহাগড়ায় তিলক্ষেতে অজ্ঞাত ব্যক্তির কংকাল উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ও বয়রা এলাকার একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরে স্থানীয় কৃষক মো. সাখাওত হোসেন তিলক্ষেত কাটার সময় বিলের মধ্যে মানুষের শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল ও মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান।

পরে লোহাগড়া থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর। আমরা দেশের সব থানায় তথ্য পাঠিয়েছি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর