Saturday, December 6, 2025

ইরানের কেরমানশাহে ইসরায়েলি ড্রোন হামলায় মা–ছেলে নিহত

ইরানের মধ্যাঞ্চলের কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় ইরানি এক মা এবং তাঁর ৬ বছরের ছেলে সন্তান নিহত হয়েছে। ইরানের প্রেস টিভি ও ফার্স সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল–জাজিরা।

ফার্স নিউজ বলছে, হামলাটি হয়েছিল গত শনিবার। ওই সময় একটি ট্রাক আর একটি যাত্রীবাহী গাড়িতে হামলা চালায় ইসরায়েলি ড্রোন।

কেরমানশাহ প্রদেশের কর্মকর্তারা জানান, ইসরায়েলি হামলায় ওই নারীর স্বামী ও আরেক সন্তান আহত হয়েছে। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁদের নাম–পরিচয় জানানো হয়নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর