বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধে প্রাথমিক অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। রোববার (২২ জুন) দেশটির আইনপ্রণেতারা এই প্রস্তাব অনুমোদন করেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, পার্লামেন্টের এই সিদ্ধান্তের পর এখন বিষয়টি জাতীয় নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে রয়েছে।
হরমুজ প্রণালির মধ্য দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে এটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সাবেক কমান্ডার ও পার্লামেন্ট সদস্য এসমাইল কোসারি জানান, “বিষয়টি এখন আলোচনাধীন রয়েছে, প্রয়োজন হলে তা কার্যকর করা হবে।”
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি এবং পারমাণবিক চুক্তি নিয়ে চলমান বিরোধের প্রেক্ষাপটে।







