Friday, December 5, 2025

সাতক্ষীরায় করোনা সচেতনতায় লিফলেট ও মাস্ক বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আবারও করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন। রবিবার (২২ জুন) সকালে সংগঠনটির সাতক্ষীরা শাখার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে অংশ নেয় একদল শিক্ষার্থী। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাতক্ষীরা শাখার সেক্রেটারি সুদীপ্ত দেবনাথ, ক্যাম্পাস সম্পাদক নাজিফা নিশাত নুহা, মিডিয়া বিষয়ক সম্পাদক করিমন নেছা শান্তা প্রমুখ।

সংগঠনের সেক্রেটারি সুদীপ্ত দেবনাথ বলেন, “করোনার বর্তমান পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল আমাদের এই প্রচারণার মূল উদ্দেশ্য। সাতক্ষীরায় ইতোমধ্যে নতুন করে একজন করোনা আক্রান্ত হয়েছেন। আমরা চাই, মানুষ সচেতন হয়ে নিজে নিরাপদ থাকুক এবং অন্যকেও নিরাপদ রাখুক।”

তিনি আরও জানান, ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সাতক্ষীরাকে করোনা মুক্ত দেখতে চাই বলেই মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করছে সংগঠনটি।

এ সময় সাতক্ষীরা সদর থানা পুলিশের কয়েকজন সদস্যও উপস্থিত থেকে কর্মসূচিকে উৎসাহিত ও সহায়তা প্রদান করেন।

সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর