Saturday, December 6, 2025

নড়াইলের ক্যাপ্টেন মাহবুব ৫ মাস ভেনিজুয়েলার কারাগারে: পরিবারের আকুতি

নড়াইল প্রতিনিধিঃ ভেনিজুয়েলার কারাগারে পাঁচ মাস ধরে বন্দী রয়েছেন বাংলাদেশের এক জাহাজ কর্মকর্তা, ক্যাপ্টেন মাহবুবুর রহমান। গত ২৯ জানুয়ারি ‘এম ভি মেঘনা প্রেস্টিজ’ নামের একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজের দায়িত্বে থেকে তিনি ওই দেশে বন্দী হন।
নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের পরিবার বলছে, পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার মুক্তির ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দিন কাটছে উৎকণ্ঠা ও অজানার দোলাচলে।
রবিবার (২২ জুন) সকালে পারিবারিক সূত্রে জানা যায়, ভেনিজুয়েলায় পণ্য লোডিংয়ের সময় স্থানীয় নিয়ম অনুযায়ী মাদকবিরোধী অনুসন্ধান প্রটোকল কার্যকর করা হয়। তখন জাহাজের নিমজ্জিত অংশ পরিদর্শনের সময় এক ভেনিজুয়েলান ডুবুরি মারা যান এবং অপর একজন আহত হন। এ ঘটনার জেরে ভেনিজুয়েলার কর্তৃপক্ষ মামলা দায়ের করে এবং ক্যাপ্টেন মাহবুবসহ পুরো জাহাজকে আটকে ফেলে। পরে ৩০ জানুয়ারি তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং দুটি মামলা দায়ের করা হয়। মেঘনা প্রেস্টিজ জাহাজটি বর্তমানে আবার সাগরে ফিরে গেলেও এর ক্যাপ্টেন মাহবুব এখনও বিদেশের কারাগারে আটক।
মাহবুবুর রহমানের বাবা নূর মোহাম্মদ মোল্যা বলেন, “জাহাজ ছেড়ে আসলেও ক্যাপ্টেনকে ছাড়াতে জোরালো কোনো উদ্যোগ নেই। আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চাই।”
মাহবুবের স্ত্রী বলেন, “একটি ছেলে ও একটি মেয়ে নিয়ে খুব কষ্টে দিন পার করছি। আমার স্বামীকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাই সরকারের কাছে।”
এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, “আমরা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। আইনি প্রক্রিয়ায় তার মুক্তির চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আর কে-০১
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর