মার্কিন বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থা ‘অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান’ (এইওআই) এক বিবৃতিতে হামলাকে ‘বর্বরোচিত’ ও ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।
আল জাজিরার খবরে বলা হয়, এইওআই-এর মতে, এ হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) সরাসরি লঙ্ঘনের শামিল। সংস্থাটি অভিযোগ করেছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এ বিষয়ে নির্লিপ্ত থেকেছে এবং অনেক ক্ষেত্রে হামলাকারী পক্ষের ‘মদদদাতা’র ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
এইওআই বলেছে, “শত্রুর ষড়যন্ত্র যতই গভীর হোক না কেন, হাজারো বিজ্ঞানী ও বিশেষজ্ঞের শ্রম এবং শহীদদের রক্তে গড়ে ওঠা পারমাণবিক শিল্প থেমে থাকবে না।” তারা ইরানি জনগণকে আশ্বস্ত করেছে যে, এই হামলা উন্নয়ন-যাত্রা থামাতে পারবে না।
উল্লেখ্য, ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলো দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক এই হামলা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আরও উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করেছে।







