ইরানের ছোড়া দুটি ড্রোন ইসরায়েলের কড়া প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে হামলা চালিয়েছে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে। ঘটনাটিকে ‘বিরল ও বিস্ময়কর’ বলে অভিহিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা গেছে, শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জর্ডান সীমান্তঘেঁষা বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা ভবন ধ্বংস হয় এবং আশপাশের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ফলে ভবনের পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয় এবং জানালা-দরজা উড়ে যায় বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী দল।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম (MDA) জানায়, তারা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালালেও হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরানের পাঠানো দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় বিস্ফোরিত হয়। সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।
আইডিএফ-এর ভাষ্য অনুযায়ী, ইরান সাম্প্রতিক হামলায় মোট ছয়টি ড্রোন ব্যবহার করেছে, যার মধ্যে বেশিরভাগই আকাশেই প্রতিহত করা হয়েছে। তবে দুটি ড্রোনের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ভেতরে প্রবেশ করাটা ইসরায়েলকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে।
ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, গত সপ্তাহে ইরানে পাল্টা হামলা শুরুর পর থেকে ইরান হাজারের বেশি ড্রোন পাঠিয়েছে, যার মধ্যে অধিকাংশই সফলভাবে প্রতিহত করা হয়েছে।
তবে সাম্প্রতিক এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েলের বহু স্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও ফাঁক থেকে যেতে পারে—যা ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলে নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।