ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক স্থাপনাগুলোর দিকে নজর দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছে। তবে ঠিক কোন এলাকায় হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
ইসরায়েলি বার্তার কিছু সময় পরই ইরানের খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, স্থানীয় গণমাধ্যমের বরাতে তারা নিশ্চিত হয়েছে—খুজেস্তানের আহভাজ শহর ও মহশাহর বন্দরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
এখনো হতাহতের কোনো তথ্য জানা যায়নি। তবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানি কর্তৃপক্ষ বা সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।